মহকুমা আদালতের ভবন নির্মানের কাজ শুরু


শনিবার,১৪/০৪/২০১৮
488

দক্ষিন দিনাজপুরঃ গঙ্গারাম্পুর মহকুমা আদালত এর কাজ অনেকদিন  ভাড়া বাড়িতে কাজ কর্ম চলছে। বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হতে হয় মাঝে মধ্যে। বৃষ্টির সময় কাঁদা ,আবার ভূমিকম্পর সময় ঘরগুলোর ছাদ ভেঙ্গে পরে যাচ্ছে। এই সমস্ত কথা মাথা রেখে গত ২০১৫ সালের ১২ ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ঈশান চন্দ্র দাস এবং রেজিস্টার রবীন্দ্রনাথ সামন্ত বুনিয়াদপুর কোর্ট মোড় এলাকায় প্রায়  ৩ একর জায়গায় নতুন কোর্ট বিল্ডিং এর কাজের শুভ সুচনা করে। কিন্তু দেখা যায় প্রায় কয়েক মাস যেতে না যেতেই কাজ বন্ধ হয়ে যায়। জানা যায় কলকাতার যে ঠিকাদার সংস্থা কাজ করছে তাদের ঠিক মত পেমেন্ট না দেবার জন্য তার কাজ বন্ধ করে দেয়।

এই গঙ্গারাম্পুর মহকুমা আদালতের বার কাউন্সিল কাজ বন্ধ হবার জন্য কলকাতায় যায় বহুবার। কিন্তু তাও কোন কাজ হয় নি। বার কাউন্সিলের সেক্রেটারি বিপ্লব দাস অনেক খোজ খবর নিয়ে আইনমন্ত্রী মলয় ঘটকের দারস্থ হয়।তিনি সমস্ত বিষয়টি জেনে নিয়ে কথা দেন খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে এবং গত কয়েক দিন আগে সেই কথা মত কাজ শুরু হয়।এবং ঠিকাদার সংস্থা কথা দেন আগামি এক বছর এর মধ্যে তারা এই বিল্ডিং সম্পূর্ণ ভাবে তৈরি করবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট