প্রথম বারের জন্য টেস্ট  ক্রমতালিকায় অষ্টম স্থানে বাংলাদেশ নয়ে ওয়েস্ট ইন্ডিজ 


শনিবার,০৫/০৫/২০১৮
1228

সাদ্দাম হোসেন মিদ্দা---
দুবাই, ১ মে:আইসিসি টেস্ট ক্রমতালিকায় প্রথম বারের মতো অষ্টম স্থানে উঠে এল বাংলাদেশ। এর আগে টিম টাইগার বাহিনী নবম স্থানে অবস্থান করছিল। সাম্প্রতিক আইসিসি প্রকাশিত ক্রমতালিকায় বাংলাদেশের এই ঐতিহাসিক উত্তরণ ঘটেছে।
অন্যদিকে দুবারের বিশ্বজয়ী ওয়েষ্ট ইন্ডিজের অবনমন ঘটেছে। তারা অষ্টম স্থান থেকে নবম স্থানে নেমে গেছে। উল্লেখ্য টেস্টে সাম্প্রতিক সংযোজন আফগানিস্তান ও আয়ারল্যান্ড কে বাদ দিলে বাংলাদেশই হল কনিষ্ঠতম টেষ্ট খেলুড়ে দেশ।
বাংলাদেশের প্রতিবেশী ভারত এই তালিকায় শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে যথাক্রমে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। চতুর্থ এবং পঞ্চম স্থানে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। শ্রীলঙ্কা ও পাকিস্তান রয়েছে ষষ্ঠ ও সপ্তম স্থানে।
আইসিসি প্রকাশিত টেস্ট ক্রমতালিকা :
ক্রম     দেশ       পয়েন্ট     রেটিং
১।  ভারত            ৩৪৯৯     ১২৫
২।  দঃআফ্রিকা   ৩৫৮৯     ১১২
৩।  অস্ট্রেলিয়া    ৩৪৯৯     ১০৬
৪।  নিউজিল্যান্ড ২৩৫৪     ১০২
৫।  ইংল্যান্ড        ৩৫১১     ৯৮
৬।  শ্রীলঙ্কা         ২৯১৪      ৯৪
৭।  পাকিস্তান     ১৪৬৩     ৮৬
৮।  বাংলাদেশ    ১২০২     ৭৫
‌৯।  ওঃইন্ডিজ     ১৪৮৪     ৬৭
১০। জিম্বাবুয়ে    ১২          ২
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট