গঙ্গার ভাঙনে তলিয়ে গেল প্রায় ৫০ থেকে ৬০টি বাড়ি


শনিবার,০৮/০৯/২০১৮
458

বাংলা এক্সপ্রেস---
ফরাক্কাঃ- গত ২৪ঘন্টায় ফরাক্কার হসেনপুর চর এলাকায় গঙ্গার ভাঙনে তলিয়ে গেল প্রায় ৫০ থেকে ৬০টি বাড়ি। ঘরবাড়ি হারিয়ে গৃহহীন চরের বাসিন্দারা খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছে। খবর পেয়ে ফরাক্কা ব্লকের বিডিও আবুল আলা মাবুদ আনসার শুক্রবার সকালে ভাঙন এলাকায় পরিদর্শনে যান। তিনি পরিদর্শন করার পর চরের বাসিন্দাদের সাথে কথা বলেন। কিন্তু এখনো পর্যন্ত কোন সরকারি ভাবে কোন ত্রাণ না পৌঁছানোই ক্ষুব্ধ চরের বাসিন্দারা। বৃহস্পতিবার বিকেল থেকে হঠাৎ করে হসেনপুর চর এলাকায় গঙ্গার ভাঙন শুরু হয়।
একে একে গঙ্গায় তলিয়ে যেতে থাকে একটির পর একটি ঘর এমনকি বড় বড় গাছ পালা সহ চাষের জমি। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন চরের বাসিন্দারা। যাদের ঘর বাড়ি এখনো ভাঙনের কবলে পড়েনি তারাও ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অনত্র যেতে শুরু করেছে। বাসিন্দাদের অভিযোগ স্থানীয় প্রশাসন ভাঙনের বিষয়টি জানলেও সমস্যার স্থায়ী সমাধানের জন্য নদীর পাড় বাধানোর কোন উদ্যোগ নেয় না। ফলে প্রতি বছর ভাঙনের কবলে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। ফরাক্কা বিডিও বলেন ইতি মধ্যেই প্রায় ৫০টি বাড়ি নদী গর্ভে তলিয়ে গিয়েছে। ভাঙন প্রতিরোধের জন্য ফরাক্কা ব্যারেজ কতৃপক্ষ ও সেচ দফতরের সঙ্গে আলোচনা শুরু করেছি। যত দ্রুত সম্ভব ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট