পশ্চিম মেদিনীপুরে আধুনিক যন্ত্রের ব্যবহারের ফলে সুফল পাচ্ছে চাষীরা


সোমবার,২১/০১/২০১৯
464

কার্ত্তিক গুহ---

পশ্চিম মেদিনীপুর: আধুনিক যন্ত্রের বব্যাবহারে কৃষিকাজে এসেছে বৈপ্লবিক পরিবির্তন। সঙ্গে কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্র ব্যবহার করলে রাজ্য সরকার কৃষকদের ভর্তুকি দিচ্ছে। এর সুফল পাচ্ছে গড়বেতা গোয়ালতোড়ের চাষীরাও। ভর্তুকির পরিমাণ বিভিন্ন যন্ত্রের ক্ষেত্রে বিভিন্নরকম। রাজ্যের বিভিন্ন জেলায় কৃষিযন্ত্র কেনার জন্য সরকার ভর্তুকি দিচ্ছে । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষকদের স্বাবলম্বী করতে উদ্যোগী হয়েছেন।

গড়বেতার অন্তর্গত ময়রাকাটায় দেবাশিষ ঘোষ নামে একজন চাষি সরকারী সহযোগিতায় রেনগার্ড নামে এক মেশিন নিয়েছেন আলু চাষের জন্য জমিতে জল সেচ করার জন্য। তিনি তার আলু জমিতে ওই মেশিন বাবহার করছেন এবং কাজের ক্ষেত্রেও খুব সুবিধা হয়েছে। তার বক্তব্য এই মেশিনের মাধ্যমে আলু গাছে জল দিলে গাছের এক দিকে যেমন উপযোগী তেমনই অল্প সময়ে অনেক বেশী কাজ হয় । এই মেশিনের মাধ্যমে একদিনে ৭ -৮ বিঘা জমিতে জল দেওয়া যাবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট