জীবনে উচ্চতার শিখরে ভারতের পয়লা নম্বর মহিলা শাটলার পিভি সিন্ধু


শনিবার,২৩/০২/২০১৯
676

বাংলাএক্সপ্রেস,ওয়েবডেস্কঃবায়ুসেনায় ভারতীয় মহিলাদের অবদানের স্বীকৃতিস্বরূপ ২৩ ফেব্রুয়ারি দিনটিকে বায়ুসেনার মহিলা দিবস হিসেবে পালন করা হয় এদিন। জীবনে উচ্চতার শিখরে ভারতের পয়লা নম্বর মহিলা শাটলার পিভি সিন্ধু। বিশেষ এই দিনে প্রথম মহিলা হিসেবে সিন্ধুর মুকুটে যোগ হল নয়া পালক। ভারতীয় বায়ুসেনায় মহিলা কর্মীদের কৃতিত্ব সম্পর্কেও একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয় বায়ুসেনার এই অনুষ্ঠানে। ভারতীয় বায়ুসেনায় মহিলাদের নিয়ে ‘উইমেন ইন অ্যাভিয়েশন’ নামে একটি ছবিও মুক্তি পেতে চলেছে শীঘ্রই। প্রথম ভারতীয় মহিলা হিসেবে, একইসঙ্গে কনিষ্ঠতম সদস্যা হিসেবে শনিবার তেজস যুদ্ধবিমানের কো-পাইলট সিটে বসলেন পুসরেলা ভেঙ্কট সিন্ধু। এদিন বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা এয়ার ফোর্স ক্যাম্পে বায়ুসেনার শক্তি প্রদর্শনীর একটি অনুষ্ঠানে অংশ নেন দেশের এই মহিলা শাটলার। বায়ুসেনার চিরাচরিত সবুজ পোশাকে এরপর তেজসের কো-পাইলট সিট অলংকৃত করেন এই হায়দরাবাদি। ল্যাডারে উঠে বিমানের ককপিট থেকে দর্শকদের উদ্দেশ্যে হাত নড়তে দেখা যায় তাঁকে। এয়ারক্র্যাফটের পাইলট পদে ছিলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট