আবারও শ্রমিক মৃত্যু


শনিবার,২৩/০২/২০১৯
387

বাংলাএক্সপ্রেস,ওয়েবডেস্কঃ আবারও শ্রমিক মৃত্যু। এবার আতসবাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল মালদার ন’জন শ্রমিকের। মৃতদের মধ্যে একজন মথুরাপুরের বাসিন্দা। বাকি আটজন মানিকচকের এনায়েতপুরের। উত্তরপ্রদেশের ভাদোহি জেলার চৌরি থানার রোটাহার গ্রামে মানিকচকের ন’জন শ্রমিক কার্পেট বোনার কাজে গিয়েছিল। আজ দুপুরে ওই কার্পেট কারখানার পার্শ্ববর্তী একটি আতসবাজি কারখানায় বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে মৃত্যু হয় আতাউর মোমিন, আব্দুল গফ্ফর, মহঃ সুভান আনসারি, ইসরাফুল মোমিন, আবদুল কালাম মোমিন, আলমগির মোমিন, জাহাঙ্গির আলম, আব্দুল কাদির ও মোসাওর মোমিনের। মৃত শ্রমিকের মধ্যে চারজন ৮-১০দিন আগেই উত্তরপ্রদেশে গেছিলেন। বাকিরা গত ৪-৫ মাস ধরে সেখানে কাজ করতেন। খবর পেয়ে ঘটনাস্থানে যান দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরি, মানিকচকের বিধায়ক মোত্তাকিন আলম, জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল। এছাড়াও জেলাশাসক কৌশিক ভট্টাচার্য ও পুলিশ সুপার অর্ণব ঘোষ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট