NRS সমস্যা সমাধানের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপসহ রাজ্য সরকারের কাছে তিনটি শর্ত চাপালেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা


বুধবার,১২/০৬/২০১৯
587

এন আর এস কান্ড জুড়ে এখনো শুরু হয়নি হাসপাতাল আউটডোর পরিষেবা। সমস্যা সমাধানের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপসহ রাজ্য সরকারের কাছে তিনটি শর্ত চাপালেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। এই বিষয়ে লিখিত প্রতিশ্রুতি পাওয়া গেলে আন্দোলন প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন যুলিয়া ডাক্তাররা।মঙ্গলবার দুপুরে রাজ্য সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর সঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তার দের একপ্রস্থ আলোচনা হয়, আলোচনা হয় পুলিশ অধিকর্তাদের সঙ্গেও। প্রশাসনের তরফে ডাক্তারদের পূর্ণ নিরাপত্তা প্রতিশ্রুতির কথা দেওয়া হয়, কিন্তু ডাক্তাররা তা মানেন না।

আন্দোলনকারীরা নিজেদের অবস্থানে অনড়।পরে জানা যায় ঝুমা পুলিশ কমিশনার অধিকার কার নেতৃত্বে গোটা ঘটনা তদন্তের সিদ্ধান্ত নিয়েছে এবং পুলিশের গাফিলতির অভিযোগ খতিয়ে দেখার প্রতিশ্রুতি দেয়া হয়েছে পুলিশের তরফ থেকে, কিন্তু এতে খুশি নন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।সংবাদমাধ্যম থেকে জানা যাই ,মঙ্গলবার রাতে আন্দোলনকারীরা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন।তারা এ কথাও বলেন,রোগীর পরিবারের হাতে জুনিয়র ডাক্তার নিগ্রহের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, তা প্রশাসনকে আগাম লিখিতভাবে জানাতে হবে।সেইসঙ্গে সেদিন রাতে পুলিশের গাফিলতির অভিযোগের তদন্তের বিষয়ে লিখিত প্রতিশ্রুতি দাবি করেছেন জুনিয়ার ডাক্তাররা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট