আজ আইসিসি বিশ্বকাপে ভারতের তৃতীয় খেলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে, উন্মাদনা তুঙ্গে


বৃহস্পতিবার,১৩/০৬/২০১৯
617

আজ আইসিসি বিশ্বকাপে ভারতের তৃতীয় খেলা যেটা নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই খেলাই শিখর ধাওয়ানের উপস্থিতি নিয়ে আলোচনার সম্মুখিন হন ভারতিয় টিম ম্যানেজমেন্ট।তার কারন হল ৯ জুন রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শিখর ধাওয়ান ১০৯ বলে ১১৭ রান করার পর নাথান কুল্টার নাইলের বলে হাতের বুড়ো আঙুলে চোট পান।ইংল্যান্ড বোর্ডের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে ধাওয়ানের বুড়ো আঙুলে হাড়ে চিড় ধরেছে বলে জানা গিয়েছে।বিশ্বকাপের স্ট্যান্ডবাই হিসেবে আম্বাতি রায়াডু, ঋষভ পন্থের নাম থাকলেও টিম

ম্যানেজমেন্ট নাকি শ্রেয়স আইয়ারকে চাইছেন বলে জানা গিয়েছে। আবার সূত্রের খবরে জানা গিয়েছে যে রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করতে নামবেন কে এল রাহুল।চার নম্বরে খেলার জন্য আস্তে পারেন বিজয় শঙ্কর কিংবা দীনেশ কার্তিক।ইংল্যান্ডে উড়ে গিয়ে বিরাটের দলে যোগ দিতে পারেন ঋষভ পন্থ।ইংল্যন্ডে আবহাওয়ার বিপরজস্ত কারনে পর পর পর তিনটি ম্যচ পণ্ড হয়ে যায়।এই অবস্থাই ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।প্রাক ম্যাচ অনুশীলনে বুধবার আকাশ মেঘাচ্ছন্ন আবস্থায় ছিল বলে মনে হয়েছে।তবে বৃহস্পতিবার ভরবেলা বৃষ্টির সম্ভবনা ৯০ শতাংশ ছিল।তবে আবহাওয়ার এখন ভালোর দিকে,এবং বৃষ্টির সম্ভবনা কমবে বলে মনে করা গিয়েছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট