শিয়ালদা ও হাওড়া থেকে ইসলামিক স্টেটের চার সন্ত্রাসবাদীকে গ্রেফতার


মঙ্গলবার,২৫/০৬/২০১৯
543

কলকাতা : শিয়ালদা ও হাওড়া থেকে ইসলামিক স্টেটের চার সন্ত্রাসবাদীকে গ্রেফতার করে STF। তারা সবাই ইসলামিক স্টেটের মতাদর্শে প্রভাবিত জামাত-উল-মুজাহিদিনের নয়া দল JMB/IS-এর সদস্য। STF গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে শিয়ালদা স্টেশনের পার্কিং লট থেকে দু জনকে গ্রেফতার করে। তারা হল জিয়াউর রহমান (৪৪) ও মামোনুর রশিদ (৩৩) এরা নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন নিও-জেএমবি-আইএস-এর সদস্য। এরা দুজনেই বাংলাদেশের বাসিন্দা। তাদের কাছে থেকে যে মোবাইল উদ্ধার হয়েছে, তাতে মিলেছে জিহাদি আদর্শের ছবি, ভিডিয়ো ও মেসেজ।

এদেরকে জেরা করার ফলে পাওয়া তথ্য থেকে মঙ্গলবার ভোরে হাওড়া রেলস্টেনে আরও দুই সন্ত্রাসবাদীকে গ্রেফতার করে STF। তার মধ্যে একজন বীরভূমের মিত্রপুরের বাসিন্দা। নাম রবিউল ইসলাম(৩৫) আর একজন ২৩ বছরের মহম্মদ শাহিন আলম বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। জানা গিয়েছে, তিন বাংলাদেশি ওপার বাংলায় গ্রেফতারি এড়াতে এ দেশে এসে ঘাঁটি বাধে তারা। পরে তারা দলের জন্য সন্ত্রাসবাদী নিয়োগ ও অর্থ সংগ্রহের কাজ শুরু করে। ধৃত ভারতীয়ও ওই কাজে সাহায্য করত বাকি তিনজনকে। নিজেদের মতাদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য তারা সক্রিয় ছিল সোশ্যাল মিডিয়ায়। ভারত ও বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে সরিয়ে শরিয়তি আইনের প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য বলে জানা গিয়েছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট