আস্ত ছাগল খুবলে খেল ১৮ ফুটের অজগর, উদ্ধার করতে গিয়ে আক্রান্ত বনকর্মীও!


শুক্রবার,০৫/০৭/২০১৯
372

আস্ত ছাগল খুবলে খেল ১৮ ফুটের অজগর, উদ্ধার করতে গিয়ে আক্রান্ত বনকর্মীও!বৃহস্পতিবার মালবাজার মহকুমার তারঘেরা বনবিভাগের কাঠের ডিপোতে ছাগল খেতে এসে ধরা পড়ল ১৮ ফুটের লম্বা একটি অজগর। যা দেখে হতবাক বনকর্মীরা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ তারঘেরা রেঞ্জের ডিপোতে কাঠ সরাচ্ছিলেন কয়েকজন বনকর্মী। আচমকা তাঁদের চোখে পড়ে কাঠের ফাঁকে বিশাল মাপের একটি অজগর বড় একটি ছাগলকে পেঁচিয়ে ধরে খাচ্ছে। এই দৃশ্য দেখেই চিৎকার শুরু করেন তাঁরা। তা শুনে ঘটনাস্থলে ছুটে আসেন অন্য বনকর্মীরা। ওই অজগরটিকে ধরতে যান। সে সময় অধীর বৈশ্য নামে একজন বনকর্মীর হাতে কামড়ে দেয় ওই অজগরটি। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তাঁর হাতে পাঁচটি সেলাই পরেছে বলে জানা গিয়েছে। বর্তমানে চিকিৎসা চলছে তাঁর। এই ঘটনার পরে কয়েকজন বনকর্মী মিলে ওই অজগরটিকে পাকড়াও করে খাঁচাবন্দি করে। তার মুখ থেকে উদ্ধার করা হয় ছাগলটিকেও। কিন্তু ততক্ষণে প্রাণ হারিয়েছে ছাগলটি।স্থানীয়দের অভিযোগ, এর আগেও ওই এলাকা থেকে বেশকিছু ছাগল নিখোঁজ হয়ে গিয়েছিল। কী হচ্ছে কেউ বুঝে উঠতে পারছিল না। তবে অজগরটি ধরা পড়ার পর মনে হচ্ছে, ওই ছাগলগুলিকে খেয়েছে।এপ্রসঙ্গে তারঘেরা বনবিভাগের রেঞ্জার শুভজিত মৈত্র বলেন, অজগরটিকে জঙ্গলে ছেড়ে দেওয় হয়েছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট