খুঁটি পুজো নয়, ভূমি পুজো: শোভনদেব চট্টোপাধ্যায়


রবিবার,০৭/০৭/২০১৯
544

কলকাতা: খুঁটি পুজোর মধ্য দিয়ে শারদ উৎসবের শুভ সূচনা হয়ে গেল দক্ষিণ কলকাতার 64 পল্লী দুর্গোৎসব পুজা কমিটির। রবিবাসরীয় সকালে এই খুঁটিপুজো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মেয়র পরিষদ দেবাশীষ কুমার সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। 64 পল্লী দুর্গা পুজো এবছর একাত্তরে পা দিচ্ছে। বিশিষ্ট সমাজসেবী কুমার সাহা এই পুজোর অন্যতম পৃষ্ঠপোষক। এ বছর পুজোর থাকছে বিশেষ ভাবনা একাত্তরে উত্তরণের পথে।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, দুর্গা পুজো মানেই দক্ষিণকলকাতা। তার মতে আদতে খুঁটি পুজো নয়, প্রাক শুভারম্ভ হল ভূমি পুজো দিয়ে।

71 তম বর্ষে পা দিয়ে পুজো উদ্যোক্তারা এবার আরও বেশি আশাবাদী। তাদের বিষয় ভাবনা দর্শকদের চমৎকৃত করবে বলেই বিশ্বাস তাদের।
এদিন 64 পল্লীর খুঁটি পুজো উপলক্ষে ছিল উৎসবের মেজাজ। এলাকার বাসিন্দারা অংশগ্রহণ করেছিলেন শারদ উৎসবের সূচনা অনুষ্ঠানে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট