রাস্তায় “টাকার বৃষ্টি” ঝাঁপিয়ে পড়লেন মানুষজন


শুক্রবার,১২/০৭/২০১৯
1155

আটলান্টা: স্বপ্নের দৃশ্য এবার বাস্তবে, রাস্তায় টাকার বৃষ্টি ঝাঁপিয়ে পড়লেন মানুষজন। এরাকম ঘটনা ঘটে গল্প-উপন্যাস বা সিনেমার স্ক্রিনে। কিন্তু বাস্তবে এমনটা হওয়ার স্বপ্ন দেখেন সবাই, কিন্তু স্বপ্ন তো স্বপ্নই থেকে যায়। বাস্তবায়িত আর হয় না।আর সেটাই হল এবার বাস্তবে।টাকার বৃষ্টি এল ব্যস্ত হাইওয়ের মাঝে।লক্ষ লক্ষ টাকা জঞ্জাল মেলা আর সেই টাকা কুড়োতে ঝাপিয়ে পড়েছেন গাড়ির চালক থেকে আরোহী।কে কতটা কুরতে পারেন তা নিয়ে কম্পিটিশন।যতক্ষণে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ।ততক্ষণে সবাই নিয়ে চম্পট।ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায়।

সূত্রের খবর ট্রাকে করে এটিএম বা ব্যাঙ্কের জন্য টাকা নিয়ে যাওয়া হচ্ছিল কোনও কারণে বা হয়তো অসাবধানতার কারণে ট্রাকের পিছনের দরজা ঠিকমতো বন্ধ করা হয়নি ফলে তার পরেই পিছনের দরজা খুলে জেতেই নোটের বৃষ্টি। গাড়ী চালক তা বুঝতে পারেন বেশ কিছুটা দূর যাওয়ার পরে ততক্ষণে সব ফাঁক মুঠো মুঠো টাকা পকেটে পুড়ে সবার দৌড় দেয়।পুলিশের তরফে জানানো হয়, প্রায় ১ লক্ষ মার্কিন ডলার ছড়িয়ে পড়েছিল রাস্তায়।যা ভারতীয় মুদ্রায় ৬৮লক্ষ টাকা। অনেকে অবশ্য পুলিশকে টাকা ফেরত দিয়ে দেয়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট