আমাজন রক্ষায় G7-এর তরফ থেকে ২ কোটি ২০ লক্ষ ডলার সাহায্য ফেরাল ব্রাজিল


মঙ্গলবার,২৭/০৮/২০১৯
903

আমাজন রক্ষায় G7-এর তরফ থেকে ২ কোটি ২০ লক্ষ ডলার সাহায্য ফেরাল ব্রাজিল। জ্বলছে পৃথিবীর ফুসফুস। আর আমাজন অরণ্যের এই বিধ্বংসী আগুনের সাথে মোকাবিলায় করতে সাহায্যের হাত বাড়িয়ে দিল G7-এর সদস্যরা। কিন্তু ব্রাজিল G7-এর তরফ থেকে দেওয়া ২ কোটি ২০ লক্ষ ডলার সাহায্য ফিরিয়ে দিল। আর সেই সাথে সাথে ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁকে ব্রাজিল বললেন যে ওই টাকায় ইউরোপে অরণ্য তৈরি হয়ে যাবে। গত রবিবার ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনে আমাজন অরণ্যের আগুন মোকাবিলায় এই সাহায্যের প্রস্তাব প্রসঙ্গে, ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোর চিফ অফ স্টাফ ওনিক্স লোরেনজোনি বলেছেন, এই প্রস্তাবের প্রশংসা করছি তবে এই অর্থ ইউরোপে অরণ্য তৈরিতে বেশি কাজে লাগবে। তিনি আরও বলেন, ম্যাকরঁ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি গির্জায় লাগা আগুন এড়াতে পারেননি। তিনি আবার আমাদের দেশকে শেখাতে চাইছেন? এপ্রিলের নোতর দামে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রসঙ্গ টেনে ফরাসি প্রেসিডেন্টকে কটাক্ষ করেছেন তিনি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট