দিল্লিতে হিংসায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বহু মানুষ।


শুক্রবার,২৮/০২/২০২০
297

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

বেশ কয়েকদিন ধরে দিল্লীর বুকে যেভাবে হিংসার আগুন ছড়িয়ে পরেছিল তারফলে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বহু মানুষ। রাজধানী কার্‍্যত শশ্মান নগরীতে পরিনত হয়েছিল। সাধারন জনজীবন বিপর্জস্ত হয়ে পরে, ব্যাহত হয়েছে সুস্থ সামাজিক পরিবেশ। কেন এমন ঘটল? এর জন্য দায়ী কারা এই প্রশ্নে রীতিমত তোলপাড় রাজ্য রাজনীতি। অন্যদিকে দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৯, আহত ২০০-র বেশি। জুম্মার নামাজের জেরে উত্তর পূর্ব দিল্লির খেজুরি খাস ও দয়ালপুর এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জাফরাবাদ, মৌজপুর, গোকুলপুরীর অনেক এলাকা আগের তুলনায় অনেকটাই শান্ত বলে দাবি পুলিশের।সুত্রের খবর দিল্লি সামলানোর দায়িত্ব ডোভালের হাতে তুলে দিয়েছেন মাননীয়  প্রধানমন্ত্রী। এছাড়া রাজধানী সামলানোর দায়িত্ব নিয়ে রাতেই প্রথমে উত্তর-পূর্ব দিল্লির ডিসিপির সঙ্গে বৈঠক করেন ডোভাল।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট