করোনা আবহের মধ্যেই কেন্দ্রীয় শ্রম নীতির প্রতিবাদে রাস্তায় নামছে বাম শ্রমিক সংগঠনগুলি


বুধবার,০১/০৭/২০২০
680

কলকাতা : করোনা আবহের মধ্যেই কেন্দ্রীয় শ্রম নীতির প্রতিবাদে রাস্তায় নামছে বাম শ্রমিক সংগঠনগুলি। আগামী ৩ জুলায় কলকাতায় জমায়েত হয়ে রাজভবনের উদ্দেশ্যে যাত্রা করবে কয়েক হাজার শ্রমিক কর্মচারি। শুধু বাম শ্রমিক সংগঠনগুলি নয়, কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসিও থাকছে কর্মসূচিতে। বুধবার শ্রমিক ভবনে যৌথ সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির কথা জানালেন সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু। তিনি বলেন, অর্ডিনেন্স জারি করে ৮ ঘন্টার প্রতিবাদে ১২ ঘন্টা কাজ করানোর নীতি নিয়েছে কেন্দ্রের মোদি সরকার। দেশের বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্যে তা চালুও করা হয়েছে। এটা মধ্যযুগীয় বর্বরতা বলে উল্লেখ করেন এই বাম শ্রমিক নেতা। এর প্রতিবাদে আগামী ৩ তারিখ গোটা দেশের শ্রমিকরা গর্জে উঠবেন। রাজ্যের সর্বত্রও সকল কলকারখানা, অফিস আদালতে বিক্ষোভ সংগঠিত হবে বলে জানান তিনি। সেই সঙ্গে রাজ্যপালকে ডেপুটেশন দেওয়া হবে বলেও জানিয়েছেন বাম শ্রমিক নেতারা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট