রেল বেসরকারিকরণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা তৃণমূলের


মঙ্গলবার,০৭/০৭/২০২০
784

কলকাতা : ভারতীয় রেলকে কোন মতেই বেসরকারি হাতে দেওয়া চলবে না। রেল বেসরকারিকরণের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের এক কর্মসূচি থেকে এই ঘোষণা করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যের সর্বত্রই রেল বেসরকারিকরণের বিরুদ্ধে তৃণমূলের নেতা মন্ত্রীরা পথে নেমেছিলেন। বিভিন্ন রেলস্টেশন কিংবা রেলের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ চালায় তৃণমূল। যে কর্মসূচিতে অংশ নেন পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি সহ দলের বিভিন্ন নেতা মন্ত্রীরা। তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বেহালার জেমস লং সরণির রেলের বুকিং কাউন্টারের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এই কর্মসূচিতে যোগ দিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার হন তিনি।

বিজ্ঞাপন

রেলের বেসরকারিকরণের সিদ্ধান্ত যে দলের পক্ষ থেকে মেনে নেওয়া হবে না তা স্পষ্ট করে দেন পার্থবাবু। স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দল ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবে বলে এদিন হুঁশিয়ারি দিয়েছেন তৃনমূলের মহাসচিব।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট