ফিরহাদ পরিদর্শন করলেন সেফহোম


সোমবার,১৩/০৭/২০২০
696

কলকাতা: সাউথ সিটি বিজনেস পার্ক হচ্ছে সেফ হোম। সেইসঙ্গে বাল্টিকুরির একটি বাড়িতে সেফ হোম হিসাবে গড়ে তোলা হচ্ছে। কলকাতা পুরসভা এবং রাজ্য স্বাস্থ্য দফতর যৌথ ভাবে এই সেফ হোম ব্যাবস্থাপনায় থাকছে। যে সব করোনা আক্রান্তের শরীরে কোন রকম উপস্বর্গ দেখা যাচ্ছে না সেই সব করোনা আক্রান্তের জন্য এই সেফ হোমের ব্যাবস্থা। এখানে রেখেই তাঁদের চিকিৎসা হবে। আনন্দপুরে সাউথসিটি বিজনেস পার্কে থাকছে ৪০০ বেডের ব্যাবস্থা। আরও প্রায় ৬০০ বেডের ব্যাবস্থা করা হবে। সোমবার এই সেফ হোম পরিদর্শন করেন কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম, এই বোর্ডের সদস্য অতীন ঘোষ, ডাঃ শান্তনু সেন সহ পুরসভার আধিকারিকরা। ফিরহাদ হাকিম বলেন, আপাতত দুটো সেফ হোমের ব্যাবস্থা করা হচ্ছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে। পুরসভার উদ্যোগে নিউটাউন ও বড়বাজারে দুটো কোয়ারান্টাইন সেন্টার গড়ে তোলা হয়েছে বলেও জানিয়েছেন ফিরহাদ হাকিম।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট