কলকাতায় একগুচ্ছ কর্মসূচি সেরে স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছন ক্ষুদিরাম বসুর জন্মস্থানে


শনিবার,১৯/১২/২০২০
474

পশ্চিম মেদিনীপুর:– কলকাতায় একগুচ্ছ কর্মসূচি সেরে স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছন ক্ষুদিরাম বসুর জন্মস্থানে৷ সেখানে পৌঁছে এই বীর স্বাধীনতা সংগ্রামীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন তিনি৷ পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ অমিত শাহের সফরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ দেখা যায়৷ ক্ষুদিরামের জন্ম ভিটে থেকে বেরিয়ে ৫০০ বছরের পুরনো মা সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিতে যান অমিত শাহ৷ 

অমিত শাহ বলেন, ‘‘বীর শহিদ ক্ষুদিরাম বসুর জন্মভিটেতে এসে এখানকার মাটি কপালে লাগানোর সৌভাগ্য আমার হয়েছে৷ স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের যোগদান ভারত কোনও দিনও ভোলেনি৷ ক্ষুদিরাম বসুও এই পরম্পরার বাহক ছিলেন৷ গোটা দেশে ওঁনার জনপ্রিয়তা ছিল৷  বাংলায় এসে এখানকার মাটি মাথায় স্পর্শ করালাম। এতে ধন্য বোধ করছি।’’ তিনি বলেন, ‘‘দেশের জন্য প্রাণ ত্যাগের সুযোগ আমরা পাইনি৷ তবে দেশের জন্য বাঁচার সুযোগ পেয়েছি৷ ক্ষুদিরাম বসুকে স্মরণ করে সেই পথেই এগিয়ে যাব৷’’ আজ ক্ষুদিরাম বসু ছাড়াও পন্ডিত রামপ্রসাদ বিসমিল, আসপাকুল্লা খান এবং ঠাকুর রোশন সিংয়ের শহিদ দিবস বলেও জানান অমিত শাহ৷ তৃণমূলকে বিঁধে তিনি বলেন, ক্ষুদিরাম বসু যতটা বাংলার ছিলেন, ততটাই ছিলেন ভারতের৷ দেশের জন্য যাঁরা লড়াই করেছিলেন, তাঁরা কোনও দিনও ভেদাভেদ করেননি৷ 

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট