করোনা পরিস্থিতির মধ্যেই সাধুদের মেলা বসেছে ‘মিনি গঙ্গাসাগর’ বাবুঘাটে


বুধবার,১৩/০১/২০২১
611

করোনা পরিস্থিতির মধ্যেই সাধুদের মেলা বসেছে ‘মিনি গঙ্গাসাগর’ বাবুঘাটে। মেলায় স্বাস্থ্যবিধির উপর সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বসানো হয়েছে স্যানিটাইজার গেট। বিভিন্ন রাজ্য থেকে আগত পুণ্যার্থী এবং দর্শনার্থীদের সচেতন করতে অব্যাহত প্রচার অভিযান। শুধু রাজ্য প্রশাসন নয়, বিভিন্ন সেবামূলক সংস্থার পক্ষ থেকেও বাবুঘাটে ‘মিনি গঙ্গাসাগর’ মেলায় করোনা প্রতিহত করতে নিয়েছে বিভিন্ন ব্যবস্থা।

প্রতিবছরের মতো এবছরও দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সাধু-সন্তরা। তবে অন্যবারের তুলনায় তাদের উপস্থিতি বেশ কম। তবে দর্শনার্থীদের আগ্রহ কিংবা উন্মাদনা কোন অংশে কম নেই।
এই ভিড়ের মধ্য থেকে সাধুদের তরফ থেকেও উঠে আসছে একই বার্তা, করোনা বিধি মেনে চলুন, মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করুন।

আগামী ১৬ তারিখ পর্যন্ত এই রকমই জমজমাট থাকবে বাবুঘাটের এই মিনি গঙ্গাসাগর। মেলা পরিচ্ছন্ন রাখতে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট