ধুতি-পাঞ্জাবিতে শপথ জহর সরকারের


বুধবার,০৪/০৮/২০২১
591

তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে রাজ্যসভায় শপথ গ্রহণ করলেন প্রাক্তন আইএএস জহর সরকার। বুধবার বাঙালি ঐতিহ্যের বাহক হয়েই শপথ গ্রহন করেন তিনি। অধিবেশনের শুরুতে শপথবাক্য পাঠ করেন বাংলাতেই। ধুতি-পাঞ্জাবিতে একেবারে বাঙালি সাজেই তিনি হাজির হয়েছিলেন সংসদের উচ্চকক্ষে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে জহর সরকার। দীনেশ ত্রিবেদী রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করার কারণে আসনটি শূণ্য হয়েছিল। ওই শূণ্য আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জহর সরকার। সোমবার জয়ের শংসাপত্র হাতে পেয়েই সন্ধ্যায় দিল্লিতে যান প্রসার ভারতীর প্রাক্তন এই প্রধান। সেখানেই স্থির হয়, বুধবার অধিবেশন চলাকালীন ধুতি-পাঞ্জাবি পরে শপথ নেবেন প্রাক্তন এই আমলা। সেইমত শপথ নিলেন তিনি। সংসদে বাদল অধিবেশন চলছে। এই অধিবেশনেই নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে জহরবাবুকে সুর চড়াতে দেখা যাবে বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট