আগামী 16 ই আগস্ট রাজ্য জুড়ে খেলা দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস


শুক্রবার,১৩/০৮/২০২১
635

আগামী 16 ই আগস্ট রাজ্য জুড়ে খেলা দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। এ প্রসঙ্গে নব মহাকরণ বিল্ডিং ক্রিয়া মন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রতি মন্ত্রী মনোজ তেওয়ারি সহ প্রিয়া জগতের অন্যান্য ব্যক্তিরা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। আগামী 16 ই আগস্ট রাজ্যে মোট 942 ইউনিটে খেলা দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। আকর্ষণীয় ম্যাচ দেখতে চলেছে কলকাতাবাসী। ওইদিনই সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে বিকেল সাড়ে পাঁচটায় ভারতীয় জাতীয় দল এবং বাংলা দল দু’টি দলের খেলা হবে। যদিও মন্ত্রী জানিয়েছেন, কোভিড বিধি মেনেই খেলা দিবসের দিন পালন হবে। এক দিনের প্রীতি ম্যাচ খেলা হবে। ভারতীয় দলের তরফে থাকছে আদিল খান। আছে আকর্ষণীয় প্লেয়ার। সেইসঙ্গে বাংলা দলের কৌশিক সরকার ও অভিষেক খেলায় অংশগ্রহণ করবেন। যদিও সুনীল ছেত্রী কে এই খেলায় অংশগ্রহণ করতে দেখা যাবে না।

রাজনৈতিকভাবে বিরোধী দল বিজেপি কে আক্রমণ করে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, অনেক খেলা তো বাংলার মানুষ দেখেছেন। শেষ পর্যন্ত কি ফলাফল হয়েছে। তা বলার অপেক্ষা রাখে না। কে কি করছে তা বোঝাই যাচ্ছে। কোথাও কাউকে দেখা যায় না। টিভির পর্দা ছেড়ে বাইরে বেড়িয়ে আসুন। মানুষের কাজ করুন। মানুষের পাশে থাকুন। আরো বলেছেন, শুধু মাত্র বাকি 13 থেকে 14 ই আগস্ট খেলা দিবস পালন করা হবে। উল্লেখযোগ্য ত্রিপুরা এবং উত্তরপ্রদেশে রাজ্যগুলিতে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট