এক ব্যক্তি এক পদ, জেলায় জেলায় নেতৃত্বে বদল


সোমবার,১৬/০৮/২০২১
712

‘এক ব্যাক্তি এক পদ’ নীতি গ্রহন করল তৃণমূল কংগ্রেস। একাধিক জেলায় বদল হল সভাপতি। নেতৃত্বে এলেন বহু নতুন মুখ। সেই সঙ্গে ঢেলে সাজানো হল তৃণমূলের একাধিক কমিটি। বিভিন্ন জেলা ভেঙে গঠন করা হল একাধিক সাংগঠনিক জেলা। একই সঙ্গে জেলা (সায়গঠনিক) চেয়ারম্যান, সভাপতি, যুব সভাপতি, মহিলা সভাপতি, শ্রমিক সংগঠনের সভাপতি, টাউন ব্লক সভাপতিদের নাম ঘোষনা করা হল। অধিকাংশ ক্ষেত্রে উঠে এসেছে নতুন মুখ। রাজ্যের মন্ত্রীদের সংগঠনে কোন দ্বায়িত্ব দেওয়া হয়নি। সভাপতি পদ হারিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, মহুয়া মৈত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায় অনেক পরিচিত মুখ। কলকাতা উত্তর সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদে এসেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন তাপস রায়। অবশ্য দক্ষিণ কলকাতা জেলার সভাপতি পদে বদল হয়নি। ওই পদে দেবাশীষ কুমার বহাল রয়েছেন। উত্তর ২৪ পরগনা জেলা ভেঙে বেশ কয়েকটি সাংগঠনিক জেলা তৈরী করেছে তৃণমূল কংগ্রেস। নদিয়া জেলা ভেঙে করা হয়েছে নদিয়া উত্তর (কৃষ্ণনগর) ও নদিয়া দক্ষিণ (রানাঘাট)। কোন জেলারই দ্বায়িত্বে রাখা হয়নি মহুয়া মৈত্রকে। যুব নেতা জয়ন্ত সাহা নদিয়া উত্তর ও রত্না ঘোষ নদিয়া দক্ষিণের সভাপতি হয়েছেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট