পড়াশোনার পাশাপাশি এবার অনলাইনের গন্ডি পেরিয়ে আবার অফলাইনে সেমিনার


মঙ্গলবার,২৮/১২/২০২১
742

ঘরে চার দেওয়ালেন বন্দি দশা কাটিয়ে স্কুল কলেজ খুলেছে৷ পড়াশোনার পাশাপাশি এবার অনলাইনের গন্ডি পেরিয়ে আবার অফলাইনে সেমিনার চালু হয়েছে। সেই মত নেতাজী নগর কলেজের অধ্যক্ষা ড. অমৃতা দত্তের উদ্যোগে নেতাজী নগর কলেজ, নেতাজী নগর ডে কলেজ এবং নিউ আলিপুর কলেজের যৌথ উদ্যোগে ‘THE ORIGIN OF SPECIES’ উপর ইন্টার ডিসিপ্লিন লেকচার আয়োজিত হয়ে গেল শুক্রবার, ২৪শে ডিসেম্বর। এই অনুষ্টানের প্রধান বক্তা ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের জিওলজি বিভাগের অধ্যাপক ড. পার্থিব বসু। নেতাজি নগর কলেজে এম ৮ হলে এই লেকচার আয়োজিত হয়। সেখানে হাজির ছিলেন নেতাজী নগর কলেজ এর প্রিন্সিপাল ড. অমৃতা দত্ত, নেতাজী নগর ডে কলেজের প্রিন্সিপাল ড. সোনালী বন্দ্যোপাধ্যায় যশ, নিউ আলিপুর কলেজের প্রিন্সিপাল ড. জয়দীপ শারঙ্গী।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট