‘রাস্তাশ্রী-পথশ্রী’ প্রকল্পের সূচনা , রাজ্যে ১২ হাজার কিমি রাস্তা হবে


মঙ্গলবার,২৮/০৩/২০২৩
712

হুগলির সিঙ্গুর থেকে শুরু ‘রাস্তাশ্রী-পথশ্রী’ প্রকল্পের। জমি আন্দোলনের আঁতুর ঘর থেকে প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের মাটি থেকে প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার সার্বিক বিকাশে দিশা হয়ে উঠবে এই প্রকল্প। উন্নয়নের গতি বাড়বে। মঙ্গলবার থেকেই রাজ্যে শুরু হল ‘রাস্তাশ্রী-পথশ্রী’ প্রকল্পের কাজ।গোটা রাজ্যে ১২ হাজার কিমি রাস্তা হবে এই প্রকল্পের হাত ধরে।সংস্কার হবে বাংলার সব রাস্তা।প্রকল্পে অনুমোদিত রাস্তা ৮৭৬৭টি। গোটা রাজ্যে নতুন রাস্তা হবে ৭২১৯টি। মোট ১৫৪৮টি রাস্তার সংস্কার হবে। ‘রাস্তাশ্রী-পথশ্রী’-তে উপকৃত হবে গোটা বাংলা। এই প্রকল্পে বাজেট বরাদ্দ হয়েছে ৩ হাজার কোটি টাকা। এবার বদলে যাবে বাংলার যোগাযোগ ব্যবস্থা। আরও গতিশীল হবে বাংলার উন্নয়ন। শক্ত অর্থনীতির অন্যতম চাবিকাঠি রাস্তা। উন্নয়নেরও প্রাথমিক শর্তও ভাল রাস্তা। সেটা অনুধাবন করেছিলেন মুখ্যমন্ত্রী। ক্ষমতায় আসার পর আগে নজর দেন রাস্তায়। গোটা বাংলায় আমুল বদলে যায় রাস্তা। আগের থেকে এখন অনেক ভাল রাজ্যের রাস্তা একথা বিরোধীরাও অস্বীকার করতে পারে না। এবার রাস্তা আরও করার উদ্যোগ সরকারের
শুরু হল ‘রাস্তাশ্রী-পথশ্রী’ প্রকল্প।রাজ্যে শুরু হতে চলেছে বিরাট কর্মযজ্ঞ। কাজ পাবেন ১০০ দিনের কাজের কর্মীরা। রাস্তারও উন্নতির সঙ্গে কাজের ব্যবস্থা এই প্রকল্পের মধ্য দিয়ে। এক প্রকল্পে জোড়া লক্ষ্যপূরণ হবে সরকারের। রাজ্যের এই নয়া প্রকল্পে খুশি সাধারণ মানুষ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট