এবারও সীমান্তে জওয়ানদের সঙ্গে দেওয়ালিতে প্রধানমন্ত্রী!


শনিবার,১১/১১/২০২৩
105

এবারের আলোর উৎসবেও সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গে আলোর উৎসবে দেখা যেতে পারে প্রধানমন্ত্রীকে। সেনা জওয়ানের পোশাকে প্রধানমন্ত্রীকে দেখা যাবে। রাজস্থানে ভারত পাক সীমান্তে কোন সেনা ক্যাম্পে যেতে পারেন প্রধানমন্ত্রী। সেনা জওয়ানদের সঙ্গে আলোর উৎসব উদযাপনের পাশাপাশি সুকৌশলে নির্বাচনী প্রচারও সেরে নিতে চাইছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী কুরসিতে বসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বরাবর সীমান্তে গিয়ে আলোর উৎসব পালন করেন। দুর্গম এলাকায় সেনা জওয়ানদের সঙ্গে নিয়ে আলোর উৎসবে মেতে ওঠেন। এবারও তার ব্যতিক্রম ঘটবে না। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর এ বছরও সীমান্তে গিয়ে আলোর উৎসবে অংশ নিতে চলেছেন প্রধানমন্ত্রী। সেনা জওয়ানদের সঙ্গে তিনি মেতে উঠবেন এই উৎসবে। জাতীয়তাবাদ ও দেশপ্রেমের বার্তা দেবেন সেনা জওয়ানদের সঙ্গে একই সঙ্গে উৎসবে মিলিত হয়ে। তবে এবার কোন সীমান্তে তিনি থাকবেন তা এখনো জানানো হয়নি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। এর আগে একাধিক বার নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন রাজৌরিতে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে নিয়ন্ত্রণ রেখায় দায়িত্বে থাকা সেনা জওয়ানদের সঙ্গে উৎসবে সামিল হয়েছেন। সেনার পোশাক পরেই দীপাবলিতে দেখা গিয়েছে তাঁকে। জওয়ানদের তিনি মিষ্টি আর নানা রকম উপহার দিয়েছেন। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে এই দীপাবলি উৎসব। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের বক্তব্য, এবার আলোর উৎসবে সামিল হয়ে সু কৌশলে প্রচারের কাজ সেরে নেবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের ধারণা যেহেতু সামনেই রাজস্থান ভোট তাই সে রাজ্যের পাক সীমান্তে যেতে পারেন প্রধানমন্ত্রী। রাজস্থান ভোট, তার পরেই চব্বিশের লোকসভা ভোট। বিজেপি শীর্ষ নেতৃত্ব হিন্দুত্বের পাশাপাশি জাতীয়তাবাদের আবেগকেও আলোর উৎসবের মধ্য দিয়ে সুকৌশলে প্রচারের কাজে লাগাবে বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট