শীতের শুরুতেই তুষারপাত, চারধামে মজেছেন পুণ্যার্থীরা


শনিবার,১১/১১/২০২৩
193

কেদারনাথ ও বদ্রীনাথে তুষারপাত। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যে মজেছেন পর্যটকেরা। নভেম্বরের শেষ সপ্তাহে মন্দির বন্ধ করে দেওয়া হবে। তার আগে পুণ্যার্থীরা মন্দির দর্শনে ভিড় জমিয়েছেন চারধামে। এ সময় তুষারপাত শুরু হওয়ায় চুটিয়ে উপভোগ করেছেন তাঁরা।
শীতের শুরুতেই শুরু হয়েছে তুষারপাত। টানা দুদিন ধরে কেদারনাথ ও বদ্রীনাথে তুষারপাত শুরু হয়েছে। এই সময় যেসব পর্যটক চারধাম বেড়াতে গিয়েছেন তাদের কাছে এক উপরি পাওনা। নভেম্বরের শেষ সপ্তাহে মন্দির বন্ধ করে দেওয়া হবে। প্রতিবছরই এই সময় মন্দির বন্ধ করে দেওয়া হয়। আর তার আগে পুণ্যার্থীরা মন্দির দর্শনে ভিড় জমিয়েছেন চারধামে। এ সময় তুষারপাত শুরু হওয়ায় প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যে মজেছেন তারা। এই তুষারপাতকে চুটিয়ে উপভোগ করেছেন। পর্যটকেরা জানিয়েছেন, টানা দুদিনের তুষারপাতের জেরে তাপমাত্রা অনেকটাই নেমেছে। ফলে নিজেদের বাড়ি ফেরার আগে এই তুষারপাত তাদের সুখের স্মৃতি হয়েই থাকবে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে আগামী, ১৮ নভেম্বর থেকে বন্ধ করে দেওয়া হবে বদ্রীনাথ। ১৪ নভেম্বর থেকে গঙ্গোত্রী ধাম বন্ধ করে দেওয়া হবে। যমুনোত্রী ধাম বন্ধ হবে ১৫ নভেম্বর। এবার প্রায় ৫০ লক্ষ মানুষ চারধাম দর্শন করেছেন বলে উত্তরাখণ্ড প্রশাসন জানিয়েছে। ৫ লক্ষ ৪০ হাজার যানবাহন বদ্রীনাথে এসেছে। বদ্রীনাথে ১ লক্ষ ৫৯ হাজার মানুষ এসেছেন, কেদারনাথে এক লক্ষ ৭৮ হাজার মানুষ এসেছেন বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। গঙ্গোত্রী দর্শন করেছেন ৮ লক্ষ ৪৬ হাজার মানুষ। যমুনোত্রীতে এসেছেন ৬ লক্ষ ৯৪ হাজার মানুষ। সর্বশেষে হেমকুণ্ডে এসেছেন ১ লক্ষ ৭৭ হাজার মানুষ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট