জনপ্রিয় চিত্রনায়িকা ঋতুপর্ণা আকস্মিক ঢাকায়


মঙ্গলবার,১৪/০৩/২০২৩
223

জনপ্রিয় চিত্রনায়িকা ঋতুপর্ণা আকস্মিক শুক্রবার (১০ মার্চ) ঢাকায় । তবে তার এই ঝটিকা সফর কোনো শুটিংয়ের জন্য নয়। ঋতুপর্ণা একটি ব্যক্তিগত অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্যে ঢাকায় আসেন। জানা গেছে, শুক্রবার ফ্লাইটে তিনি হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর ১০ মার্চ রাতে নারায়ণগঞ্জ ক্লাবের একটি অনুষ্ঠানে অংশ নেন। ওই অনুষ্ঠান শেষে ঢাকার বিভিন্ন স্থানে তিনি ঘুরে বেড়াবেন বলে জানা গেছে। আরও জানা গেছে, অনুষ্ঠান শেষ করে তিনি ঢাকায় দেখা করবেন পরিচিত ও কাছের কয়েকজনের সঙ্গে। ১৩ মার্চ তার কলকাতায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ঢাকার সঙ্গে সম্পর্কটা বহু পুরনো ঋতুপর্ণা’র। বাংলাদেশের অনেক ছবিতে তিনি অভিনয় করেছেন। বর্তমানেও ফেরদৌসের সঙ্গে ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামের দুটি সিনেমায় কাজ করছেন তিনি। আর এই টালিউড অভিনেত্রীর বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি ‘সাগরিকা’, ‘ভন্ড প্রেমিক’, ‘চেয়ারম্যান’, ‘রাঙা বউ’সহ বেশ কিছু বাংলাদেশী ছবিতে অভিনয় করেছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট