রাম নবমীতে হিংসার ঘটনায় রাজ্য সরকারকে নিশানা করলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুরে দলীয় কর্মসূচীতে যোগ দিয়ে রাজ্য সরকারকে নিশানা করে তিনি বলেন, আগামী বছর লোকসভা নির্বাচনের আগে যদি রাজ্যে হিংসার ঘটনা ঘটে তবে বিজেপির সমর্থনে হিন্দুরা অস্ত্র নিয়ে বেরোবে। খোদ দিলীপ ঘোষ তলোয়ার হাতে রাস্তায় নামবেন বলে হুংকার দেন তিনি। এমনকি যদি কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বেশি নাচানাচি করে তবে জল খাওয়ানোর লোক পাওয়া যাবে না বলে হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ। তবে এই নিয়ে দিলীপ ঘোষকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা। দিলীপ বাবু ভাষা সন্ত্রাসের মাধ্যমেই বাংলায় পরিচিতি পেয়েছে বলে কটাক্ষ সুজয় হাজরার। দিলীপ ঘোষ ও আরএসএস বাংলার কৃষ্টি সংস্কৃতি কালচার জানেন না বলে দাবি তার।
আবারও অস্ত্র হুঙ্কার দিলীপ ঘোষের
বুধবার,১২/০৪/২০২৩
475

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: